- Students Cabinet
Students Cabinet
2022-05-15ভুমিকাঃ
মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ছাত্র ভর্তি বৃদ্ধি, ঝরে পড়া রোধ, শিক্ষার মানবৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা। বিভিন্ন উন্নয়নশীল দেশে বিদ্যালয় আঙ্গিনা ও শ্রেণীকক্ষ পরিষ্কার, খাবার পানি সংগ্রহ, আসন বিন্যাস, স্বাস্থ্য উন্নয়ন, শিক্ষা উপকরণ সরবরাহ, বিদ্যালয়ে বাগান তৈরি, পরিবেশ উন্নয়ন, বিতর্ক আয়োজন এবং ক্রীড়া ও সাংস্কৃতি মূলক কর্মকাণ্ডে Students Cabinet বিশেষ ভুমিকা রাখে। শিক্ষার্থীদের সম্মিলিত তৎপরতায় স্থানীয় জনপ্রতিনিধির নিকট থেকে বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় সম্পদ ও সেবা সংগ্রহ করা। Students Cabinet এর সহায়তায় ছাত্রছাত্রীদেরকে বিদ্যালয়মুখী করার জন্য উদ্বুদ্ধকরণ সভা, হোম ভিজিট ও অভিভাবকগনের সাথে যোগসূত্র স্থাপন করা। একই সাথে স্থানীয় পর্যায়ে শিক্ষা এবং খেলার সরঞ্জামাদি সংগ্রহে শিক্ষার্থীরা ভূমিকা পালন করতে পারে। নির্বাচনের মাধ্যমে Students Cabinet গঠিত হওয়ার পরেই নির্বাচিত প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে চাহিদার ভিত্তিতে বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এবং এ লক্ষে প্রয়োজনীয় সহযোগিতার উৎস সমূহ চিহ্নিত করবে। অনুরূপ চর্চার মাধ্যমে তারা ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হবে। এর মাধ্যমে শিক্ষার্থীগণ শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠবে। এ লক্ষে বিদ্যালয়ের যে সকল কার্যক্রমে শিক্ষার্থীরা ভুমিকা রাখতে পারে সেসব ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করা যেতে পারে। প্রাথমিকভাবে পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী , স্বাস্থ্য , ক্রীড়া ও সংস্কৃতি, পানি সরবরাহ/সংগ্রহ, বৃক্ষরোপণ ও বাগান তৈরি এবং অভ্যর্থনা ও আপ্যায়ন ইত্যাদি ক্ষেত্রে তাদেরকে সম্পৃক্ত করা যেতে পারে।
স্টুডেন্টস কেবিনেট (Students Cabinet) গঠনের উদ্দেশ্যঃ
- শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রাদ্ধাশিল হওয়া।
- অন্যের মতামতের প্রতি সহিঞ্ছুতা এবং শ্রদ্ধা প্রদর্শন।
- শিক্ষা প্রতিষ্ঠানে শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমণ্ডলীকে সহাযতা করা।
- শিক্ষা প্রতিষ্ঠানে ১০০% ছাত্র ভতি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা।
- শিখন শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা।
- শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নযন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
- ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।
স্টুডেন্টস কেবিনেটের কর্মক্ষেত্র ও দায়িত্ব:
বিদ্যালয়ের প্রধান ৮ টি কার্যক্রমের দায়িত্বে নির্বাচিত ৮ জন প্রতিনিধি থাকবে।দায়িত্বের ক্ষেত্র/কার্যক্রমসমূহ নিম্নরূপ।
- পরিবেশ সংরক্ষন (বিদ্যালয়, আঙ্গিনা, ও টয়লেট পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা);
- পুস্তক এবং শিখন সামগ্রী;
- স্বাস্থ্য
- ক্রীড়া ও সংঙ্কৃতি এবং সহপাঠ কার্যক্রম
- পানি সম্পদ
- বৃক্ষ রোপন ও বাগান তৈরি ইত্যাদি
- দিবস ও অনুষ্ঠান উদযাপন এবং অভ্যর্থনা ও আপ্যায়ন
- আই সি টি